Tuesday, May 5, 2015

হাইলাইটস সহ জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদ এর জমজমাট ফুটবল <জুভেন্টাস ২-১ রিয়াল মাদ্রিদ>

জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদ আক্রমণাত্মক ফুটবল খেলা ২-১ গোল এ শেষ। মরাতার ৯ মিনিট এর গোলে ১-০ তে এগিয়ে যায়  জুভেন্টাস। ক্রিস্টিয়ানো রোনালদোর গোলেই অবশ্য সমতায় ফিরেছিল রিয়াল। সেটা ম্যাচের ২৭ তম মিনিটের ঘটনা। ম্যাচের ৫৬ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল আদায় করে নেয় জুভেন্টাস। ক্ষিপ্রগতিতে রিয়ালের রক্ষণে তেভেজ ঢুকে পড়লে তাঁকে পেছন থেকে ফাউল করেন দানি কারভাহাল। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে তা থেকে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ।

Sunday, March 29, 2015

বাংলাদেশকে বঞ্চিত করে শ্রীনির ‘প্রতিশোধ’

আইসিসির সভাপতি হিসেবে  আ হ ম মুস্তফা কামালের চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা থাকলেও কাল কিনা সেটি দিলেন তাঁর অধস্তন আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসন।

ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বাজে আম্পায়ারিংয়ের শিকার হওয়া নিয়ে সোচ্চার হওয়ার জেরেই যে এমনটা হলো, তা নিয়ে কোনো সংশয়ই আর নেই।

১৯ মার্চ মেলবোর্নের কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচে ভারতীয় ওপেনার রোহিত শর্মার আউট হওয়া বলে ‘নো’ ডাকাসহ আম্পায়ারদের বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত যায় বাংলাদেশের বিপক্ষে। এ নিয়ে সাধারণ ক্রিকেট সমর্থক থেকে শুরু করে বড় বড় ক্রিকেট বিশেষজ্ঞ, এমনকি সাবেক ভারতীয় ক্রিকেটাররাও আম্পায়ারিংয়ের সমালোচনা করেছেন। আম্পায়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেশি-বিদেশি সংবাদমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন মুস্তফা কামালও। কাল মেলবোর্নের আলোকিত মঞ্চে তাঁর অনুপস্থিতির সবচেয়ে বড় কারণ মনে করা হচ্ছে আইসিসি সভাপতি হয়েও দেশের পক্ষে নেওয়া ওই অবস্থানটাকেই।

গত পরশু মেলবোর্নে শ্রীনিবাসনের ডাকা অনানুষ্ঠানিক এক সভায় 'দায়িত্বজ্ঞানহীন' বক্তব্যের জন্য কামালের হাতে কারণ দর্শানোর নোটিশও ধরিয়ে দেওয়া হয়। তখনই নিশ্চিত হয়ে যায় যে পরদিন তাঁকে দিয়ে ট্রফি দেওয়ানো হচ্ছে না। তাই ফাইনাল শেষ হওয়ার ৫-৬ ওভার আগেই এমসিজি থেকে বেরিয়ে পড়েন কামাল। বেরিয়ে যাওয়ার সময় তিনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানিয়ে যান উপস্থিত সংবাদমাধ্যমকে, 'ক্রিকেটে এই প্রথমবার সংবিধান লঙ্ঘিত হলো। ক্রিকেটকে এই জায়গা থেকে মুক্ত করতে হবে। এ জন্য আমি লড়ে যাব।


কিভাবে? সে প্রশ্নের জবাবে আইনগত ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি, 'আইসিসির ভেতরে হচ্ছেটা কী, সারা বিশ্বের তা জানা উচিত। আমি দেশে ফিরে গিয়ে সব জানাব। আমার আইনজীবীদের সঙ্গেও কথা বলে করণীয় ঠিক করতে হবে।' ট্রফি দিতে না পারার হতাশা চেপে কামাল বলেছেন, 'যারা আজ ট্রফি দিয়েছে, তারা কিন্তু ওপরে ওঠেনি। ওপরে উঠেছি আমি।' কারণ তিনি অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, 'দেশের পক্ষে কথা বলার জন্য আমি আজ পুরস্কার দিতে পারিনি। হতে পারি আমি আইসিসি সভাপতি। কিন্তু আমিও তো মানুষ। আবেগ-অনুভূতি আমারও আছে। দেশের প্রতি অবিচার হয়েছে বলেই আমি সেদিন কিছু কথা বলেছিলাম।'

সেসব কথায় আইসিসির শীর্ষমহল ভীষণ চটলেও কামাল নিজের বক্তব্যে এখনো অটল। বিশেষ করে তাঁর মুখে আইসিসির নাম ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল উচ্চারিত হওয়া নিয়ে বললেন, 'আমি সেদিন স্টেডিয়ামে অনেক প্ল্যাকার্ডে লেখা দেখেছি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। সে কথাই আমি ওদের বলেছি। আমি তো আইসিসির সভাপতি, ভারতের নই। এখন আইসিসি যদি ভারতেরই হয়, তাহলে তো আমার পদত্যাগই করা উচিত।' তাঁর প্রশ্ন, 'বাংলাদেশের সঙ্গে ম্যাচে বিগ স্ক্রিনে দেখাল, জিতেগা ভাই জিতেগা ইন্ডিয়া জিতেগা। তাহলে অস্ট্রেলিয়া ম্যাচে দেখাল না কেন? এত এত ক্যামেরা, সেগুলো ওই দিন কোথায় ছিল?' তাঁকে দিয়ে ট্রফি না দেওয়ানোর চক্রান্তও অনেক আগেই টের পেয়েছিলেন বলেও দাবি করলেন কামাল, 'এটা ওদের পূর্বপরিকল্পনা। আমিও জানতাম। এবার সুযোগ পেয়ে ওরা সেটা কাজে লাগাল।'

সুত্রঃ বান

Thursday, March 26, 2015

অবসর নেবেন এম। এস। ধোনি

ধোনি এখনই ক্রিকেট কে বিদায় বলছেন না।  খেলা শেষে ধোনি বলেন আগামী টুয়েন্টি-টুয়েন্টি বিশ্ব কাপ এর পর সিদ্ধান্ত নিবেন।


"I'm not sure about it," Dhoni said, when asked if he would play another World Cup. "I'm 33, I'm still running, I'm still fit, but I'll have a year's time, maybe close to next year, during the T20 World Cup will be the time I would like to decide whether I'll continue till the 2019 World Cup or not."

Dhoni retired from Test cricket in late December, handing over the captaincy of the Test team to Virat Kohli. He remains India's captain in the shorter formats.

When it was his turn to take the mike, Michael Clarke, the Australia captain, said he was sure Dhoni would continue to play on for a while yet.

"I heard you ask if it is going to be his last World Cup," Clarke said. "I'm pretty sure it's not going to be, there's a lot of cricket left in his body yet."

ধোনির বাড়িতে বিশেষ নিরাপত্তা

ভারতের রাঁচিতে মহেন্দ্র সিং ধোনির বাড়ির বাইরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। সিডনির সেমিফাইনালে ভারতের জয়ের আশা নিভু নিভু হওয়া মাত্রই স্থানীয় পুলিশ এ ব্যবস্থা গ্রহণ করে বলে জানা গেছে।



বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিট নাগাদ এএনআই নিউজের একটি টুইটার বার্তায় এ খবর জানা যায়। এ প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখন হার নিয়েই মাঠ ছাড়ছে ধোনির দল।



এর আগে, ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হারের পরও আক্রান্ত হয়েছিল ধোনির বাড়ি। তখন অবশ্য বাড়িটি নির্মাণাধীন ছিল। পরে ২০১৩ সালেও একবার তাঁর বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেছিল ক্ষুব্ধ সমর্থকেরা। এ সকল বিষয় মাথায় রেখে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই আজকের এই বাড়তি নিরাপত্তার আয়োজন।

Friday, March 20, 2015

বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে ক্রিকেট ক্রিকেটার ও তারকাদের সকল মন্তব্য

  রিচার্ড হ্যাডলি, "আমার মনে হয়, এসব ক্ষেত্রে মাঠের আম্পায়াররা ভুল করলে থার্ড আম্পায়ারদের সেটি সংশোধনের ক্ষমতা থাকা উচিত। রোহিত তখন আউট হলে সেটা ভারতের রানের ওপর প্রভাব ফেলতেও পারত।"

গাজী আশরাফ হোসেন, "এই আম্পায়ারদের শাস্তি হওয়া উচিত।"

 ভি ভি এস লক্ষ্মণের টুইট, ‘বাজে সিদ্ধান্ত গোল্ডের, অবশ্যই বলটা কোমরের ওপরে ছিল না। রোহিতের সৌভাগ্য। এই সিদ্ধান্তই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিতে পারে ২০ রান কম-বেশিতে।

লক্ষ্মণের সাবেক সতীর্থ আগারকার, ‘অবশ্যই ভুল সিদ্ধান্ত। বাংলাদেশ অবশ্যই মনে করতে পারে, তাদের প্রতি অন্যায় করা হয়েছে। কারণ সেঞ্চুরির পর রোহিত আরও দ্রুত খেলেছে। তখন রোহিত আউট হলে ভারতের রান হয়তো ৩০০ হতো না।’

ক্যারিবিয়ান পেস গ্রেট হোল্ডিং অবাক মাঠের দুই আম্পায়ার তৃতীয় আম্পায়ারের সাহায্য না নেওয়ায়, ‘অবশ্যই আম্পায়াররা ভুল করেছে। কতবারই তো দেখেছি, এসব ক্ষেত্রে আম্পায়াররা তৃতীয় আম্পায়ারের সাহায্য নেয়। আজ সেটা নেওয়া হয়নি। অত্যন্ত বাজে সিদ্ধান্ত।’

একই বিস্ময় সাবেক কিউই অধিনায়ক ক্রোর কণ্ঠেও, ‘বলটা অবশ্যই কোমরের নিচে ছিল।

ক্ষুব্ধ আইসিসি সভাপতি মুস্তফা কামাল, "আইসিসি সভাপতি হিসেবে নয়, একজন দর্শক হিসেবে বলছি, আমার কাছে মনে হয়েছে এই ম্যাচে খুবই বাজে আম্পায়ারিং হয়েছে। অনেক সিদ্ধান্তই ভুলভাবে বাংলাদেশের বিপক্ষে গেছে। তবে সেটা ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত, তা আমি জানি না।"

 মাশরাফি বললেন, ‘মাঠে কী হয়েছে সেটা তো সবাই দেখেছে। আমি এ নিয়ে কোনো কথা বলব না। ’

লারাও বলেছেন রোহিত, রায়না আউট ছিল

মার্ক ওয়াহও বলেন, 'এটা অবিশ্বাস্য সিদ্ধান্ত।'

বাংলাদেশকে হারানো হয়েছে: প্রধানমন্ত্রী"

এই সিদ্ধান্ত নিয়ে তখনই সমালোচনা করেন ধারাভাষ্যকার শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার মন্তব্য করেন, দারের মতো একজন আম্পায়ারের কাছ থেকে এমন সিদ্ধান্ত হতাশাজনক।

সিদ্ধান্তটি দেওয়ার পরপরই টুইটারের মতো অনলাইনে যোগাযোগের মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় ওঠে। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষণসহ প্রখ্যাত সাংবাদিক সম্বিত বলও এটিকে ভুল সিদ্ধান্ত বলে উল্লেখ করেন।

Saturday, January 3, 2015

বিশ্ব ফুটবল এর টুকিটাকি

torres zerrerdবিশ্ব ফুটবল এর টুকিটাকি

অরলান্ডো চান জেরার্ডকে

যুক্তরাষ্ট্র মেজর লিগ সকার এর দল এল এ গালাক্সী জেরার্ডকে  তাদের দলে পেতে চায়। ইংল্যান্ড মিডফিল্ডার এর জন্য তারা  £২০ মিলিয়ন এর প্রস্তাব দিয়েছে।

পল স্কোলস  জেরার্ড সম্পর্কে বলেন

স্টিভেন জেরার্ডের ২০০৫ সালে লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয় এর পর চেলছিতে যোগ দেয়া উচিত ছিল বলে মনে করেন।

রিয়াল মাদ্রিদ তরেস কে চায়


রিয়াল মাদ্রিদ এর সাবেক পরিচালক বলেন,"আমরা ক্লাব এ তরেস কে সাইন করার জন্য বিবেচনা করছি।"


বেল ২০২১ সাল পর্যন্ত রিয়াল এর সঙ্গে চুক্তি করেসেন ও নিচ্চিত করেছেন।

Friday, January 2, 2015

স্টিভেন জেরার্ড লিভারপুল ছাড়ছেন

স্টিভেন জেরার্ড লিভারপুল ছাড়ছেন


লিভারপুল তারকা স্টিভেন জেরার্ড তার চুক্তির মেয়াদ শেষ হলে ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন লিভারপুল ক্লাব কর্ত্রিপক্ষ। 





জেরার্ড লিভেরপুলে তার সম্পূর্ণ ক্যারিয়ার অতিবাহিত করেছেন। ১৯৯৮ সালে প্রথম দলের হয়ে আত্মপ্রকাশ করার পর তিনি চ্যাম্পিয়নস লীগ, উয়েফা কাপ এবং দুটি এফএ কাপ সহ বেশ কিছু  ট্রফি জিতেছেন।



স্টিভেন জেরার্ড এই বছর বিশ্বকাপ শেষে ইংল্যান্ড জাতীয় দল থেকে অবসর গ্রহন করেন ও তিনি মেজর লিগ সকার এ যোগ দিতে ইচ্ছুক।